কোটা সংস্কারের এক দফা দাবিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ও যশোর সরকারি এমএম কলেজের শিক্ষার্থীরা আজ সোমবার বিক্ষোভ করেছেন।
আজ দুপুর ১২টায় শিক্ষার্থীরা শহরের পালবাড়ি ভাস্কর্যের মোড়ে অবস্থান নিয়ে কিছুক্ষণের জন্য যশোর-ঝিনাইদহ সড়ক অবরোধ করে রাখেন। তারপর বিক্ষোভ মিছিল সহকারে যশোর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এসময় মুজিব সড়কে তীব্র যানযটের সৃষ্টি হয়।
পুলিশ গিয়ে আন্দোলনকারীদের সরিয়ে দেয় ও যান চলাচল স্বাভাবিক করে।
আন্দোলনকারীদের দাবি: সব ধরণের কোটা বাতিল নয়, বরং কোটার যৌক্তিক সংস্কার চান। রাজপথ থেকেই তাদের দাবি আদায়ের করবেন।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে সারাদেশে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করে আসছেন। এই বিক্ষোভের প্রেক্ষাপটে সরকার কোটা সংস্কারের বিষয়ে আলোচনার জন্য একটি কমিটি গঠন করেছে।

