আজ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে নরসিংদীর রায়পুরা উপজেলার মেতিকান্দা রেলস্টেশনের আওটার কমলতলি খাকচর এলাকায় একটি চট্টগ্রাম-ঢাকা ট্রেনে কাটা পড়ে ৫ জন নিহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রেনটি যখন মেতিকান্দা স্টেশনের আওটার খাকচন এলাকা পার হচ্ছিল তখন লাইনের পাশে থাকা ৫ জন ট্রেনে কাটা পড়ে। তাদের পরিচয় এখনও জানা যায়নি।
নরসিংদী রেলওয়ে স্টেশন মাষ্টার এটিএম মুছা জানান, রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় ট্রেন চলাচলে কিছুক্ষণের জন্য বিঘ্ন ঘটে। পরে লাইন পরিষ্কার করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।
এই ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। ট্রেনের চালক ও কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

