যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। রোববার (৩০ জুন) রাতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি বিলুপ্ত করা হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন গত দুই বছরে বিভিন্ন ঘটনায় ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর এই পদক্ষেপ নিয়েছে।
নতুন কমিটি গঠনের জন্য আগামী ১ জুলাই থেকে ৭ জুলাই এর মধ্যে পদ প্রত্যাশীদের জীবনবৃত্তান্ত ছাত্রলীগের কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা করছে নতুন নেতৃত্বের অধীনে ছাত্রলীগ আরও গঠনমূলক ভূমিকা পালন করবে এবং বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর জন্য একটি শান্তিপূর্ণ ও শিক্ষাগত পরিবেশ নিশ্চিত করবে।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি বিলুপ্তির ঘটনাটি প্রথমবার ঘটছে। নতুন কমিটি গঠনের মাধ্যমে ছাত্রলীগের রাজনীতিতে পরিবর্তন আনার আশা করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের জন্য শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

