গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা বাজার পাঁচ রাস্তার মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আকস্মিক এ অগ্নিকাণ্ডে বাজারের মিষ্টির দোকান, মুদি দোকান, ফার্মেসি, ইলেকট্রনিকস, প্লাস্টিক পণ্যসহ মোট ২০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ঘন্টাব্যাপী চেষ্টার পর ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় এবং রাত ১১ টার দিকে মুষলধারে বৃষ্টি শুরু হলে আগুন নিয়ন্ত্রণে আসে।
এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন, তাদের ২০টি দোকানের মালামাল পুড়ে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে। এই ঘটনায় তারা পথে বসে গেছেন এবং ক্ষতি থেকে কাটিয়ে ওঠার কোন উপায় তাদের নেই।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সরকারের কাছে দ্রুত ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।
জাগো/ আরএইচএম

