বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জাল টেনে ফেলেছে। গত ২৭ ও ২৬ জুন পৃথক অভিযানে ৭০ বোতল ফেন্সিডিলসহ মোট ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন:
মোঃ জাহিদ হাসান (২৪): বেনাপোল পোর্ট থানা এলাকার ছোট আঁচড়া গ্রামের বাসিন্দা। তার কাছ থেকে ৪০ বোতল ফেন্সিডিল ও ১টি ব্যাটারী চালিত পুরাতন ইজিবাইক জব্দ করা হয়েছে।
নাহিদ হাসান (২৩): পলাতক আসামী। মোঃ জাহিদ হাসানের সহযোগী।
শ্রী সুমন ঘোষ (২৮): বেনাপোল পোর্ট থানা এলাকার ছোট আঁচড়া রেল ক্রসিং এলাকার বাসিন্দা। তার কাছ থেকে ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।
শ্রী পলাশ কুমার (৩০): পলাতক আসামী। শ্রী সুমন ঘোষের সহযোগী।
এছাড়াও, আঃ আলীম (৫০): গ্রেফতারকৃত আসামী।
মোছাঃ আঞ্জুরা বেগম (পলাতক): গ্রেফতারকৃত সাজা পরোয়ানা ভুক্ত আসামী।
বেনাপোল পোর্ট থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির সমুন্নত রাখা এবং মাদক ও চোরাচালান রোধে পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে। এই অভিযানের অংশ হিসেবেই ৪ জন মাদক ব্যবসায়ী ও পলাতক আসামীদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়েছে। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

