স্থানীয়রা সকালে লাইনের পাশে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কোটচাঁদপুর থানার পুলিশ।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে।
রেলের এক লাইনম্যান নয়ন জানান, সকালে ৯৯/৮ এর ১০০/০ নম্বর পিলারের কাছে লাশটি দেখতে পান। পরে খবর দেওয়া হলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
ওসি সৈয়দ আল মামুন আরও জানান, লাশের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।
এদিকে, লাশটির মাথা এখনও উদ্ধার করা যায়নি। পুলিশ মস্তক উদ্ধারের জন্য তৎপরতা শুরু করেছে।

