যশোর সদর উপজেলার ডহরপাড়া গ্রামে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জের ধরে হামলার ঘটনায় মোট ৪ জন জখম হয়েছে। এ ঘটনায় পাল্টাপাল্টি মামলায় উভয় পক্ষের মোট ১৩ জনকে আসামি করা হয়েছে।
১৮ জুন যশোর সদর উপজেলার ডহরপাড়া গ্রাম জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ ৪ জন (কাজী বদরুল ইসলাম, কাজী ফরিদুজ্জামান, কাজী মনির হোসেন, কাজী সুমন হোসেন) জখম হয়।
এ ঘটনায় কাজী মনির হোসেন বাদী হয়ে
আসামি: মুজিবুর রহমান ইমরুল, কাজী ফরিদুজ্জামান, কাজী আল আমিন হোসেন, কাজী আব্দুস সামী, কাজী লতিফা বেগম, টিপু কাজী, মেহেদী হাসান, আব্দুল্লাহ ও জুলফিকারের বিরুদ্ধে জমি নিয়ে বিরোধের জের ধরে বাড়িতে ঢুকে মারধর, দা দিয়ে কুপিয়ে জখম করা, শ্লীলতাহানী করার অভিযোগে মামলা দায়ের করেন।
পরে আল-আমিন হোসেন বাদী হয়ে আসামি: কাজী বদরুল ইসলাম, কাজী মনির হোসেন, কাজী সুমন হোসেন এবং নাজমা বেগমের বিরুদ্ধে জমি নিয়ে বিরোধের জের ধরে জমিতে গিয়ে হুমকি দেওয়া, লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে মারধর, শ্লীলতাহানী করার অভিযোগে মামলা দায়ের করেন।
জখমদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ উভয় পক্ষের মামলা তদন্ত করছে।
জাগো / আরএইচএম

