রোববার (৯ জুন) সকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলিতে কুমিল্লার বুড়িচং উপজেলার এক বাসিন্দা নিহত হয়েছেন। নিহতের নাম মো. আনোয়ার হোসেন (৫০)।
স্থানীয়রা জানায়, রোববার সকাল ৮টার দিকে উপজেলার বাকশীমুল ইউনিয়নের জামতলা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন বাকশীমুল ইউনিয়নের মীরপুর গ্রামের চারু মিয়ার (মৃত) ছেলে।
ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো. আবুল কাশেম জানান, নিহতের মরদেহ কাঁটাতারের সংলগ্ন এলাকায় রয়েছে এবং এই মুহূর্তে ভারতীয় বিএসএফের তত্ত্বাবধানে আছে।
কুমিল্লা ১০ ব্যাটেলিয়ন বিজিবি (সেক্টর কমান্ডার) কর্নেল মোহম্মদ শরিফুল ইসলাম মিরাজ জানিয়েছেন, ঘটনার তদন্তের জন্য বিজিবি ঘটনাস্থলে যাচ্ছে।
নিহতের পরিবার এখনো কোন আইনি পদক্ষেপ নেয়নি। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজমান।
জাগো/আরএইচএম

