রাজধানীর গুলশান থানার গুলশান-বারিধারা ডিপ্লোমেটিক এলাকায় ফিলিস্তিন দূতাবাসের সামনে এক পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। প্রাথমিক ধারণা করা হচ্ছে, অন্য এক পুলিশ সদস্যের গুলিতে তিনি নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৮ জুন) দিবাগত রাত আনুমানিক পৌনে ১১টার দিকে।
নিহত ও আহত পুলিশ সদস্যদের নাম যথাক্রমে কনস্টেবল মনির এবং কনস্টেবল কাউসার বলে জানা গেছে। ঘটনার কারণ এখনও অস্পষ্ট।
আইজিপি বলেন, “ফিলিস্তিনি দূতাবাসের সামনে আমাদের দু’জন কনস্টেবল ডিউটিরত ছিল। এদের মধ্যে কনস্টেবল কাউসার আলীর গুলিতে কনস্টেবল মনিরুল ইসলাম ঘটনাস্থলে মারা যান । এ ঘটনায় জাপান দূতাবাসের গাড়ি চালক সাজ্জাদ হোসেন গুলিবিদ্ধ হয়ে আহত হন। তার শরীরে ৩ রাউন্ড গুলি লেগেছে। আক্রমণকারী কনস্টেবলকে থানায় নেওয়া হয়েছে এবং তাকে নিরস্ত্র করা হয়েছে। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি। পুলিশ তদন্ত করছে।
জাগো/আরএইচএম

