২২ বছর বয়সী হৃদয় ইউটিউব দেখে জাল নোট তৈরি শিখেছিলেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে বিক্রি করতেন। ঈদুল আজহা উপলক্ষে বিপুল পরিমাণ জাল নোট বাজারে ছড়ানোর প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। শরীয়তপুরের ডামুড্যা উপজেলার বুড়িরহাট এলাকার মোতালেব মাতব্বরের ছেলে হৃদয় মাতব্বর (২২)। থাকেন রাজধানীর শ্যামপুর থানাধীন পশ্চিম ধোলাইপাড়ে ভাড়া বাসায়।
র্যাবের অভিযানে তার কাছ থেকে জাল নোট তৈরির সরঞ্জাম, ভুয়া জাতীয় পরিচয়পত্র ও ৬০ হাজার ৭০০ টাকা মূল্যমানের জালটাকা উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে হৃদয় জানিয়েছেন, তিনি আগে থেকেই কম্পিউটারে পারদর্শী ছিলেন। ধোলাইপাড় এলাকার একটি কম্পিউটারের দোকানে কাজ করতেন। ইউটিউব দেখে জালনোট তৈরিতে পারদর্শিতা অর্জন করেন। পরবর্তীতে তিনি কম্পিউটার, প্রিন্টার, পেপার কাটার এবং জালটাকা তৈরির কাঁচামাল সংগ্রহ করে নিজ ঘরে জাল নোট ছাপানোর কাজ শুরু করেন।
হৃদয় বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিজ্ঞপানের দিয়ে জালটাকা পাইকারি ও খুচরা বিক্রেতা সংগ্রহ করেন।
তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জাগো/আরএইচএম

