বৃহস্পতিবার মধ্যরাতে যশোর সদর উপজেলার বাহাদুরপুর তেতুল তলা মোড়ে মোহা্ম্মদ আলী নামের এক যুবলীগ কর্মীকে গুলি করে হত্যা করেছে দূর্বিত্তরা।
নিহত আলী বাহাদুপুরের আব্দুর রহমানের ছেলে। পরিবারের দাবি তিনি গেল উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেলের প্রার্থী তৌহিদ চাকলাদার ফন্টুর হয়ে কাজ করার জেরেই প্রতিপক্ষরা তাকে হত্যা করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আলী মোটরসাইকেল প্রতীকের বিজয় উপলক্ষে রাতে ওই এলাকায় খাওয়া দাওয়ার আয়োজন করেন। খাওয়া দাওয়া শেষে তিনির বাড়ি ফিরছিলেন। প্রতিমধ্যে ৪/৫জন যুবক তাকে ধাওয়া করে। এসময় তাকে ধরে মাথায় একাধিক গুলি করে পালিয়ে যায় দূর্বিত্তরা। পরে স্থানীয়রা আলীকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার মৃত ঘোষনা করেন।
এ বিষয়ে হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার মো: সুজায়েত জানান, ঘটনাস্থলেই আলীর মৃত্যু হয়েছে। তার মাথায় দুইটি ও পায়ে একটি গুলির চিহ্ন পাওয়া গেছে।
এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করছে। কি কারণে এ হত্যাকান্ড এখনি বলা যাচ্ছেনা। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
জাগো/আরএইচএম

