দেশের সব অফিস-আদালতে ইলেকট্রনিক স্বাক্ষর (ই-সিগনেচার) ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ই-সিগনেচার বাস্তবায়নে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা হলফনামা আকারে আগামী ১২ আগস্টের মধ্যে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
হাইকোর্টের এক রুলের মাধ্যমে এই নির্দেশ দেওয়া হয়।বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় দেন।
আদালত বলেছে, ই-সিগনেচার ব্যবহারে অনেক সুবিধা রয়েছে। এর ফলে অফিস-আদালতের কাজ আরও দ্রুত ও সহজ হবে। এছাড়াও, ই-সিগনেচার ব্যবহারে নথিপত্রের নিরাপত্তাও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
মানবাধিকার সংস্থা ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশন এই বিষয়ে রিট আবেদন করে। রিটে বলা হয়, অনেকেই স্বাক্ষর অস্বীকার করে। ফলে আইনি জটিলতা দেখা দেয়।
ই-সিগনেচার ব্যবহার হলে স্বাক্ষর অস্বীকারের সুযোগ থাকবে না।
সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির (পল্লব) বলেছেন, ই-সিগনেচার বাস্তবায়ন হলে অপরাধ অনেকাংশে কমে যাবে এবং ন্যায়বিচার নিশ্চিত হবে।
জাগো/আরএইচএম

