রোববার (২ জুন) দুপুর ২টা ৪৪ মিনিটে রিখটার স্কেলে ৫ মাত্রার ভূমিকম্প মিয়ানমারের মওলাইক শহরে আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্রবিন্দু ছিল মিয়ানমারের মওলাইক শহর থেকে ১৭৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং ভূপৃষ্ঠ থেকে ১১০ কিলোমিটার গভীরে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৮।
ভূমিকম্পে রাঙামাটি, বান্দরবান ও চট্টগ্রামে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে ১১০ কিলোমিটার গভীরে ছিল। ঢাকা থেকে ভূমিকম্পের কেন্দ্র ৪৪২ কিলোমিটার দূরে। এর আগে ২৯ মে মিয়ানমার ও ভারতে তিনবার ভূমিকম্প অনুভূত হয়েছিল।
জাগো/আরএইচএম

