শুক্রবার বিকেলে যশোরের শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের টেংরালী গ্রামে পানিতে ডুবে রিয়াদ হোসেন নামে ২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত রিয়াদ হোসেন ওই গ্রামের প্রবাসী রোকনুজ্জামানের ছোট সন্তান।
এদিন বিকেল ৫ টার দিকে বাড়ির পাশে খেলার সময় রিয়াদ পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর রিয়াদকে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে পুকুরের পানিতে ভেসে থাকতে দেখে।
তাকে দ্রুত উদ্ধার করে বাড়িতে নিয়ে আসলেও ততক্ষণে তার মৃত্যু হয়েছিল।
শিশুটির মৃত্যুতে পরিবারসহ এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় ইউপি সদস্য রেজাউল ইসলাম নিহত শিশুটিকে তার পোতা ছেলে বলে নিশ্চিত করেছেন।
জাগো/আরএইচএম

