যশোর জেলা পরিবহণ সংস্থা শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকেলে সংগঠনের প্রধান কার্যালয়ের দ্বিতীয়তলায় এক আনন্দময় পরিবেশে নবনির্বাচিত ১৭ সদস্যের কমিটিকে শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি, নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আবু মোর্ত্তজা ছোট।
নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সদ্য বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক সেলিম রেজা মিঠু। জেলা পরিবহণ সংস্থা শ্রমিক ইউনিয়নের সদ্য বিদায়ী সভাপতি আজিজুল আলম মিন্টু’র সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শেখ হারুনার রশিদ ফুলু’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নির্বাচন পরিচালনা কমিটি সদস্য ও জেলা বিএনপি সদস্য সচিব অ্যাড. সাবেরুল হক সাবু, নির্বাচন পরিচালনা কমিটি সদস্য ও ওয়ার্কার্স (মাকস্বাদী) পার্টির নেতা তসলিমুর রহমান, নির্বাচন পরিচালনা কমিটি সদস্য ও জাতীয়পার্টি সদস্য সচিব মুফতি ফিরোজ শাহ্, জেলা পরিবহণ সংস্থা শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি শাহাজান গামা।
শপথ গ্রহণ অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন সভাপতি মামুনুর রশিদ বাচ্চু, সহ-সভাপতি রবিউল ইসলাম লবিন, আবু হাসান, রতন অধিকারী, সাধারণ সম্পাদক মোর্তজা হোসেন, যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম মিন্টু গাজী, সহ সাধারণ সম্পাদক হারুনার রশিদ ফুলু ও কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, প্রচার সম্পাদক আব্দুর রহমান মিন্টু, কোষাধ্যক্ষ কামাল হোসেন, কার্যকরী সদস্য রবিউল ইসলাম, মোহাম্মদ আলী, তরিকুল ইসলাম, আব্দুর রউফ, শহিদুজ্জামান, জাহাঙ্গীর হোসেন
এছাড়াও শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সকল শ্রেণীর নেতা-কর্মী ও বিশেষ অতিথিরা। নবনির্বাচিত কমিটি সংগঠনের শ্রমিকদের অধিকার রক্ষা ও উন্নতিতে অবদান রাখবেন বলা আশা ব্যক্ত করেছেন।
জাগো/আরএইচএম

