ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দেশের উপকূলীয় বিভিন্ন এলাকায় বিপুল সংখ্যক গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। পল্লী বিদ্যুৎ সমিতি ঝড়ের তাণ্ডবের মধ্যে ক্ষয়ক্ষতি এড়াতে সোমবার বেলা ১২টা পর্যন্ত এক কোটি ৫৫ লাখ গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখেছিল।
ঝড় কমে যাওয়ার পর দ্রুত বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করার কাজ শুরু করেছেন বিদ্যুৎ কর্মীরা।
বিদ্যুৎ কর্তৃপক্ষের কর্মকর্তারা জানিয়েছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের পর দ্রুত বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে। তবে, কিছু কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করতে সময় লাগতে পারে। বিশেষ করে, যেসব এলাকায় জোয়ারের পানি বিদ্যুৎ উপকেন্দ্র ও লাইনে ক্ষয়ক্ষতি করেছে, সেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করতে দেরি হতে পারে।
জাগো/আরএইচএম

