সোমবার (২৭ মে) সকাল ১১টার দিকে কুমিল্লা সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের নূর আইডিয়াল স্কুল এন্ড কলেজে নির্মাণাধীন একটি সাততলা ভবনের ছাদ ধসে পড়ে এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় স্কুলের একজন শিক্ষকও আহত হয়েছেন।
নিহত শিক্ষার্থীর নাম সাইফুল ইসলাম সাগর (১০)। সে নগরীর শাকতলা এলাকার অলি হাসানের ছেলে এবং নূর আইডিয়াল স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৈরী আবহাওয়ার কারণে সোমবার স্কুলের পঞ্চম শ্রেণিতে অন্য কোন শিক্ষার্থী উপস্থিত ছিল না। স্কুল চলাকালীন ভবনটির ছাদের একটি অংশ ভেঙে স্কুলের উপর ধসে পড়ে। ধসে পড়া ছাদের অংশটি সরাসরি সাইফুলের ওপর পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্কুলের একজন শিক্ষক জানান, ধসে পড়া ভবনটি স্কুলের পাশেই অবস্থিত ছিল। ভবনটির নির্মাণকাজ শেষ হলেও, নতুন ভবন হিসেবে এর আশেপাশে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না।
এ ঘটনায় আহত শিক্ষককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা দ্রুত উদ্ধারকারী দল পাঠিয়ে ধসে পড়া ছাদের অংশ সরিয়ে ফেলার দাবি জানিয়েছেন। এছাড়াও, নির্মাণাধীন ভবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন।

