দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড় রূপে আবির্ভূত হয়েছে।
‘রেমাল’ নামক এই ঘূর্ণিঝড়টি ইতিমধ্যেই একাধিকবার গতিপথ পরিবর্তন করেছে এবং আবহাওয়াবিদরা আশঙ্কা করছেন যে এটি পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চল ও রাজধানী কলকাতা মহানগরে আঘাত হানতে পারে।
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রবিবার সন্ধ্যার পর ঘণ্টায় ৮০-১০০ কিলোমিটার গতিতে কলকাতায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রেমাল। ঘূর্ণিঝড়টি যদি তার বর্তমান গতিপথ ধরে রাখে, তবে কলকাতা শহরে ব্যাপক ঝড়ো হাওয়া এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় জেলাগুলোতেও ঘূর্ণিঝড়টির প্রভাব পড়বে। আঘাত হানার সময় এসব অঞ্চলে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।
এই পরিস্থিতিতে, আবহাওয়া অধিদপ্তর কিছু সতর্কতা জারি করেছে, উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে হবে। মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে গভীর সাগরে বিচরণ না করার নির্দেশ দেওয়া হয়েছে।
জাগো/আরএইচএম

