নরসিংদীর সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের খোদাদিলা গ্রামে আধিপত্য বিস্তার ও বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে আজ বৃহস্পতিবার ভোরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।
বিশ্বব্যাংকের অর্থায়নে মেঘনা নদী ও তার শাখা নদীর শ্রাব্যতা বৃদ্ধি প্রকল্পের আওতায় নদী থেকে উত্তোলিত বালুর নিয়ন্ত্রণ ও ব্যবসার লাভ ভাগাভাগি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। জাকির হোসেনের নেতৃত্বাধীন যুবলীগ গ্রুপ এবং ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদিনের নেতৃত্বাধীন গ্রুপের মধ্যে এই বিরোধ ছিল।
জায়গা ভরাটের জন্য বালু ব্যবহারের বিনিময়ে জয়নাল আবেদিন ও ইউপি চেয়ারম্যানের গ্রুপকে প্রতি শতাংশ জায়গার জন্য ১০-১৫ হাজার টাকা দিতে হত। জাকির হোসেনের গ্রুপ এই টাকার ভাগ পায়নি বলে তাদের মনে ক্ষোভ ছিল।
জাকির হোসেনের গ্রুপ আধিপত্য বিস্তারের জন্য এলাকায় পুনরায় প্রবেশ করতে চেয়েছিল।
বৃহস্পতিবার ভোরে জাকির হোসেনের গ্রুপ এলাকায় পুনরায় প্রবেশ করার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ উভয় পক্ষের ১০ জন আহত হয়।
আহতদের মধ্যে কুতুব উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জাগো/আরএইচএম

