নিহত নিছার আলী নরেন্দ্রপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল ৯ টা ৩০ মিনিটে ইট বোঝাই ট্রাক সিলেট – ট ১১-০৫৮৫ রুপদিয়া নরেন্দ্রপুর রোডের রেল লাইনের পাশে দাঁড়িয়ে থাকা ভ্যানে ধাক্কা দেয়। এ সময় ভ্যানচালক নিছার আলী ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনায় উত্তেজিত জনতা গাড়িটিকে আটক করে। কিন্তু গাড়ির মালিক প্রভাবশালী হওয়ায় কেউ তেমন প্রতিবাদ করতে পারেনি।
এ সময় গাড়ির চালক মাসুম গাড়ি রেখে দ্রুত পালিয়ে যায়।
এ ব্যাপারে গাড়ির মালিক রায়হান হোসেনের সাথে কথা বললে তিনি জানান, নিহত নিছার আলী তাদের গ্রামের লোক ছিলেন এবং তার পরিবারের সাথে সমঝোতা হয়েছে।
স্থানীয়রা বলছেন, রাস্তায় দ্রুত গতিতে যানবাহন চলাচলের কারণে এ ধরণের দুর্ঘটনা ঘটে থাকে। তারা দ্রুতগতির যানবাহন চলাচল নিয়ন্ত্রণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ দাবি করছেন।
জাগো/আরএইচএম

