আগামী ৫ই জুন বুধবার জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফা প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন ডেকেছেন।
সংসদ সচিবালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। ওইদিন বিকাল ৫টায় সংসদের অধিবেশন শুরু হবে। ৬ই জুন বৃহস্পতিবার ২০২৪-২৫ সালের অর্থ-বছরের বাজেট ঘোষণা করা হবে। অর্থমন্ত্রী হিসেবে আবুল হাসান মাহমুদ আলী এবার প্রথম বাজেট পেশ করবেন।
বাজেট অধিবেশন শুরু হওয়ার আগে ৪ই জুন মঙ্গলবার সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সাংবাদিকদের সাথে বৈঠক করবেন। বৈঠকে তিনি অধিবেশন নিয়ে বিস্তারিত আলোচনা করবেন।
জাগো/আরএইচএম

