গত ৫ মে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে শাহারুল ইসলাম-এর মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। কারণ তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকা অবস্থায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়েছিলেন।
১০ মে, মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিলের শুনানি শেষে জেলা রিটারিং কর্মকর্তা পূর্বের আদেশ বহাল রাখেন।
১২ মে, রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে শাহারুল ইসলাম হাইকোর্টে আপিল করেন।
আজ, ১৪ মে, হাইকোর্টের বিচারকরা আপিলের শুনানি শেষে এক আদেশে শাহারুল ইসলামের প্রার্থীতা বহাল রাখার নির্দেশ দিয়েছেন।
এই রায়ের ফলে শাহারুল ইসলাম আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন।
জাগো/আরএইচএম

