শনিবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের শিমুলিয়া বাজারে সাবেক চেয়ারম্যান আতাহার আলীর ছোড়া গুলিতে হাসেম গাজী (৫৫), শিমুলিয়া এলাকার মৃত আলাউদ্দিন গাজীর ছেলে রেজাউল হক (৫০), বহলবাড়ীয়া ইউনিয়নের সাতবাড়িয়া এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে আহত হন।
প্রতক্ষ্যদর্শীদের মতে, সাবেক চেয়ারম্যান আতাহার আলী লোকজন দিয়ে হাসেম গাজীকে ডেকে এনে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।
এরপর আতাহার আলী নিজের লাইসেন্সকৃত অস্ত্র দিয়ে হাসেম গাজী ও সেখানে থাকা পাখিভ্যান চালক রেজাউল হকের উপর গুলি চালান।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
পরে তাদের অবস্থা গুরুত্বর হওয়ায় কুষ্টিয়া জেনারেল হাসপাতাল এবং ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনায় জড়িত থাকার অভিযোগে আতাহার আলী, তার ভাতিজা রিগ্যান এবং ভাগ্নে আয়নালকে আটক করেছে পুলিশ।
তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
জাগো/আরএইচএম

