বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি ঈদযাত্রায় দুর্ভোগ, হয়রানি, ভাড়া নৈরাজ্য ও সড়ক দুর্ঘটনা কমাতে ঈদের ছুটি দু’দিন বাড়ানোর দাবিতে সংবাদ সম্মেলন করেছে।
সংবাদ সম্মেলনের বিবরণ:
- তারিখ: বুধবার, ২৭ মার্চ, ২০২৪
- সময়: বেলা সাড়ে ১১টা
- স্থান: ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)
- বক্তা: মো. মোজাম্মেল হক চৌধুরী, মহাসচিব, বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি
প্রধান দাবি:
- ৮ ও ৯ এপ্রিল দু’দিন ঈদের ছুটি বাড়ানো
যুক্তি:
- ঈদের আগে মাত্র একদিন (১০ এপ্রিল) সরকারি ছুটি রয়েছে।
- ঈদের পরে ৫ দিনের লম্বা ছুটি রয়েছে (১০-১৪ এপ্রিল)।
- ১৪ এপ্রিল পহেলা বৈশাখ হওয়ায় অন্যান্য ধর্মাবলম্বীরাও গ্রামের বাড়ি যাবে।
- ফলে যাত্রী সংখ্যা অনেক বেশি হবে।
- প্রতিদিন ৬০-৭০ লাখ মানুষ রাজধানী ছাড়বে।
- গণপরিবহনগুলোতে ২২-২৫ লাখের মতো মানুষ পাড়ি দেওয়ার সক্ষমতা আছে।
- ঈদের আগে ছুটি না বাড়ালে যাতায়াত ব্যবস্থা ভেঙে পড়তে পারে।
- ছুটি বাড়ানো হলে যাত্রীরা ধাপে ধাপে বাড়ি যেতে পারবে।
- গণপরিবহন সংকট ও যাত্রী ভোগান্তি থেকে মুক্তি মিলবে।
- যাতায়াতে দুর্ভোগ, হয়রানি, ভাড়া নৈরাজ্য ও সড়ক দুর্ঘটনা কমবে।
অন্যান্য তথ্য:
- এবারের ঈদে বাস-মিনিবাসে ৩০ লাখ, লঞ্চে ৬০ লাখ, ট্রেনে ৪ লাখ, মোটরসাইকেলে ১২ লাখ, খোলা ট্রাক ও পণ্যবাহী গাড়িতে ১৮ লাখ মানুষ যাতায়াত করবে বলে ধারণা করা হচ্ছে।
- দেশের ১০টি জাতীয় ও আঞ্চলিক মহাসড়কের ২১৮ টি স্থান অতিঝুকিপূর্ণ।
- এই স্পটগুলোতেই ৬০ শতাংশ সড়ক দুর্ঘটনা ঘটে থাকে।
জাগো/আরএইচএম

