যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী গ্রামে ৩৯৬ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীদেরকে গ্রেপ্তার করেছে র্যাব-৬, যশোর।
গ্রেপ্তারকৃত আসামীরা হলেন,পুটখালী গ্রামের হাফিজুর রহমান ও বালুন্ডা গ্রামের ইসরাফিল
ঘটনার বিবরণে জানা যায়, র্যাব-৬, যশোরের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, পুটখালী গ্রামের বিশাল গরু ফার্মে (প্রো: মো: ওলিয়ার রহমান) মাদকদ্রব্য ফেন্সিডিল মজুদ করা হয়েছে।
২৬ মার্চ ২০২৪ তারিখে সন্ধ্যায় অভিযান চালিয়ে র্যাব দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে এবং তাদের দেখানো ও সনাক্ত মতে ফার্মের উত্তর পার্শ্বের একটি পতিত জমির কলা গাছের ঝোপ থেকে ৩৯৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে: গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা জানায় যে, তারা সীমান্তবর্তী এলাকায় বসবাস হওয়ার সুযোগে সল্প মূল্যে ফেন্সিডিল ক্রয় করে যশোর সহ দেশের বিভিন্ন জেলায় বেশি দামে বিক্রয় করে থাকে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। জব্দকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামীদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেফতারকৃত হাফিজুর রহমানের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ০২ টি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০১ টি মামলা বিচারাধীন রয়েছে।
গ্রেফতারকৃত মোঃ ইসরাফিলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০১ টি মামলা বিচারাধীন রয়েছে।
জাগো/আরএইচএম

