১৮ লাখ ৬৫ হাজার প্রার্থী আজ ১৫ মার্চ ২০২৪ (শুক্রবার) দুই শিফটে ২৪ জেলা শহরে অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করছেন।
সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১০টা পর্যন্ত স্কুল-২ ও স্কুল পর্যায়ের এবং বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত কলেজ পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এক ঘণ্টার এই পরীক্ষায় প্রার্থীদের ১০০ নম্বরের ১০০টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর এবং ভুল উত্তরের জন্য প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত মোট নম্বর থেকে শূন্য দশমিক ২৫ নম্বর কাটা হবে। প্রিলিমিনারি পরীক্ষার পাস নম্বর ৪০।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নির্ধারিত স্ব স্ব বিষয়ের ওপর পরীক্ষা দিতে হবে। এ নিবন্ধনের মাধ্যমে প্রার্থীরা বেসরকারি এমপিওভুক্ত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক পদে চাকরির সুযোগ পাবেন।
জাগো/আরএইচএম

