গতকাল (রোববার) রাতে মালয়েশিয়ায় ট্রেনের ধাক্কায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে দেশটির রাজধানী কুয়ালালামপুরের অদূরে কাজাং কেটিএম পুনকাক উতামা জেড হিল ট্র্যাকে।
নিহতদের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। তাদের পরিচয় এখনো জানা যায়নি।
জাগো/এসআই

