মিয়ানমার সীমান্তরক্ষীদের হস্তান্তর প্রক্রিয়া শুরু করছে বিজিবি। যাচাই-বাছাই শেষে ১২০ জনকে জাহাজে উঠানো হচ্ছে।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তাদের জাহাজে উঠানো হয়।
বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মির সাঁড়াশি আক্রমণের মুখে প্রাণভয়ে মিয়ানমার থেকে পালিয়ে আসা সীমান্তরক্ষী বাহিনী, সেনাবাহিনী, শুল্ক কর্মকর্তাসহ বাংলাদেশে ঢুকে পড়া ৩৩০ জনকে মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়েছে।
জাগো/এসআই

