শুক্রবার, ২ ফেব্রুয়ারি দেশব্যাপী জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হচ্ছে। এ বছরের দিবসের প্রতিপাদ্য ‘স্বাস্থ্য, পুষ্টি ও সমৃদ্ধি চাই; নিরাপদ খাদ্যের বিকল্প নাই’।
২০১৮ সালে সর্বস্তরে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২ ফেব্রুয়ারি জাতীয় নিরাপদ খাদ্য দিবস হিসেবে ঘোষণা করা হয়।
দিবসটি উপলক্ষে:
•সকাল সাড়ে ৮টায়: বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) র্যালি করবে।
•সংসদ সদস্য ফেরদৌস আহমেদ র্যালিতে অংশ নেবেন।
নিরাপদ খাদ্য মানুষের সুস্বাস্থ্যের জন্য অপরিহার্য।দিবসটি আমাদের সকলকে নিরাপদ খাদ্যের গুরুত্ব সম্পর্কে সচেতন হতে এবং এর প্রতি নিয়মিত মনোযোগ দিতে অনুপ্রাণিত করে।
জাগো/আরএইচএম

