ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্দার মান্তিতস্কি বলেছেন, বাংলাদেশের নির্বাচনসহ যে কোনো অভ্যন্তরীণ বিষয়ে রাশিয়া কোনো প্রকার হস্তক্ষেপ করে না। বাংলাদেশের সাবেক প্রধান বিরোধী দল বিএনপির অভিযোগ ভুল। আওয়ামী লীগ জনগণের ভোটে ক্ষমতায় এসেছে।
বুধবার পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন তিনি।
রাষ্ট্রদূত বলেন, “আমরা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ করি না। আমরা মনে করি, বাংলাদেশের মানুষ তাদের নিজস্ব সরকার নির্বাচন করার অধিকার রাখে।”
তিনি বলেন, “বিএনপির অভিযোগ ভুল। আওয়ামী লীগ জনগণের ভোটে ক্ষমতায় এসেছে।”
রাষ্ট্রদূত বলেন, “বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির জন্য আমরা কাজ করছি। টাকা-রুবলের বিনিময় নিয়ে বাংলাদেশ ও রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক কাজ করছে। আমরা মনে করি, বাংলাদেশের সঙ্গে বাণিজ্যের বিষয়ে যে কোনো সময় চুক্তি হতে পারে।”
তিনি বলেন, “বাংলাদেশে যে কোনো মার্কিন নিষেধাজ্ঞাকে রাশিয়া স্বীকৃতি দেয় না। এর ফলে বাংলাদেশও ভোগান্তিতে পড়েছে।”
রাষ্ট্রদূত বলেন, “আমরা মনে করি, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম দেশ। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় রাশিয়া সবসময় বাংলাদেশের পাশে থাকবে।”
জাগো/আরএইচএম

