সরকার আসন্ন সেচ মৌসুমের জন্য ৬০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কিনবে। এর মধ্যে ৩০ হাজার মেট্রিক টন কাতার থেকে এবং আরও ৩০ হাজার মেট্রিক টন সৌদি আরব থেকে কেনা হবে। এতে ব্যয় হবে ২২৩ কোটি ৮৪ লাখ ৮৯ হাজার টাকা।
বুধবার সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই প্রস্তাব অনুমোদন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহমুদ খান বলেন, কাতারের কাতার কেমিক্যাল অ্যান্ড পেট্রোকেমিক্যাল মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি থেকে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক প্রিন্ড ইউরিয়া সার ক্রয়ের দাম ধরা হয়েছে প্রতি মেট্রিকটন ৩৩০.৮৩ মার্কিন ডলার। এতে মোট ব্যয় হবে ৯৯ কোটি ৫৫ লাখ ৯০ হাজার টাকা।
অপরদিকে, সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার ক্রয়ের দাম ধরা হয়েছে প্রতি মেট্রিকটন ৩৪৭.৫ মার্কিন ডলার। এতে মোট ব্যয় হবে ১২৪ কোটি ২৮ লাখ ৯৯ হাজার টাকা।
উল্লেখ্য, ইউরিয়া সার একটি অতি প্রয়োজনীয় রাসায়নিক সার। এটি ফসলের বৃদ্ধি ও ফলন বাড়াতে সহায়তা করে।
জাগো/আরএইচএম

