নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে মানিকগঞ্জে বাবুল হোসেন নামে (৩৫) একজনের মৃত্যু হয়েছে। শনিবার রাত বারটার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তার বাড়ি সদর উপজেলার মান্তা গ্রামে। সে স্থানীয় মাইনুদ্দিনের সন্তান।
পারিবারিক সূত্রে জানা যায়, পনের দিন আগে খেজুরের রস খেয়ে বাবুল নিপাহ ভাইরাসে আক্রান্ত হন।
সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. লুৎফর রহমান জানান, গত ১৬ জানুয়ারী বাবুল অসুস্থ হয়ে মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি হন। পরের দিন এখান থেকে চিকিৎসক রোগীকে কর্নেল মালেক মেডিকেল কলেজে রেফার্ড করেন। রোগীর স্বজনরা বাবুলকে ঢাকা পপুলার হাসপাতালে নিয়ে ভর্তি করেন। রোগীর শরীরে নিপাহ ভাইরাসের ধরন বুঝে তারা আইডিএইচ রেফার্ড করেন। গত শনিবার রাত বারটার দিকে তিনি মারা যান। নিয়ম মেনে রবিবার তাকে দাফন করা হয়।
ডা. লুৎফর রহমান বলেন, নিপাহ ভাইরাসের বাহক হলো বাদুড়। খেজুরের রস বাদুড়ের বিষ্ঠা থেকে সংক্রমিত হতে পারে। তাই খেজুরের রস পান করার আগে ভালো করে ফুটিয়ে নেওয়া উচিত। এছাড়া খেজুরের রস পানের পর ভালো করে হাত ধুয়ে ফেলা উচিত।
জাগো/এসআই

