যশোরের শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ১৩০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘খ’ সার্কেল, জেলা কার্যালয়, যশোরের উপপরিদর্শক শেখ আবুল কাশেম জানান, ২৪ জানুয়ারি দুপুর ১৪:৩০ ঘটিকায় শার্শা থানাধীন নাভারন বাজারস্থ রেলগেটের পশ্চিম পাশে ‘শেখ ওয়াদুদ আয়রন স্টোর’ নামীয় দোকানে অভিযান চালানো হয়। এ সময় দোকানের মালিক শেখ আবুল হোসেন (৫০), পিতাঃ মৃত জহুর আলী, সাং- দক্ষিণ বুরুজ বাগান, শার্শা, যশোরকে ১৩০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
উপপরিদর্শক শেখ আবুল কাশেম জানান, আসামী শেখ আবুল হোসেন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।
জাগো/আরএইচএম

