বন্ধ করতে হবে হামলা ,না হলে জিম্মিদের মুক্তি দেবে না হামাস

আরো পড়ুন

গাজায় হামলা বন্ধ না হলে ইসরায়েলি জিম্মি ফিরিয়ে দেওয়ার সম্ভাবনা নাকচ করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এক ঘোষণায় সংগঠনটি জানিয়েছে, যুদ্ধ বন্ধে নেতানিয়াহুর অস্বীকৃতি মানেই ১৩০ ইসরায়েলি জিম্মির স্বাভাবিক জীবন ফিরে পাওয়ার সুযোগ নেই। গার্ডিয়ান ও আলজাজিরার খবর।

হামাস কর্মকর্তা সামি আবু জুহরি রয়টার্সকে বলেন, জিম্মিদের ফিরে পেতে হলে গাজা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণ প্রত্যাহার করতে হবে। আরেক বক্তব্যে হামাস স্বীকার করেছে, গত ৭ অক্টোবরের হামলা কিছু ক্ষেত্রে ভুল ছিল। ইসরায়েলি সেনা ও অস্ত্রধারী ব্যক্তিদের বাইরে কোনো লক্ষ্যবস্তু তাদের ছিল না বলে দাবি সশস্ত্র সংগঠনটির।

তবে নেতানিয়াহু হামাসের হামলা বন্ধের শর্ত সরাসরি প্রত্যাখ্যান করেছেন। সম্পূর্ণ বিজয় না হওয়া পর্যন্ত তিনি হামলা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। সোমবার এক বিবৃতিতে তিনি আগের আকাঙ্ক্ষা ব্যক্ত করে বলেন, আমি জর্ডান নদীর পশ্চিমে সব অঞ্চলে ইসরায়েলি নিয়ন্ত্রণের ব্যাপারে কোনো আপস করব না।

জাগো/এসআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ