নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক সোমবার (১৫ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। এই বৈঠকে দেশের অগ্রাধিকার বিষয়গুলো আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী মো. ফরহাদ হোসেন রোববার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সকাল ১০টায় গণভবনে এই সভা অনুষ্ঠিত হবে।
গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা অর্জন করে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করে আওয়ামী লীগ। ১০ জানুয়ারি সংসদ সদস্যদের শপথের পর ১১ জানুয়ারি শপথ নেয় নতুন মন্ত্রিসভার সদস্যরা। শেখ হাসিনার নেতৃত্বে ২৫ জন মন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রী নিয়ে সরকার গঠন করা হয়।
নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে কোন কোন বিষয় আলোচনা হতে পারে, সে বিষয়ে এখনও কোনো নিশ্চিত তথ্য জানা যায়নি। তবে, দেশের চলমান অর্থনৈতিক পরিস্থিতি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, পদ্মা সেতুর উদ্বোধন, করোনা মহামারি মোকাবিলা, শিক্ষা ও স্বাস্থ্যসেবা উন্নতকরণ, বিদেশি বিনিয়োগ আকর্ষণ, বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করার লক্ষ্যমাত্রা অর্জন ইত্যাদি বিষয় আলোচনার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
নতুন মন্ত্রিসভার সদস্যদের মধ্যে অনেকেই নতুন। তাদের জন্য এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বৈঠকে তারা প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশনা পাবেন এবং তাদের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করবেন।
জাগো/আরএইচএম

