স্টিভেন স্মিথ ওয়ানডে অধিনায়ক

আরো পড়ুন

স্টিভেন স্মিথ ২০১৮ সালের বল টেম্পারিং কাণ্ডে জড়িত থাকার কারণে ক্রিকেট থেকে নির্বাসিত হন। নির্বাসন থেকে ফিরে আসার পর থেকে তিনি নিয়মিত অধিনায়কত্বের দায়িত্ব পাননি। তবে, গত বছর ভারত সফরে ওয়ানডে সিরিজে অধিনায়কত্ব করেন তিনি। মায়ের মৃত্যুতে প্যাট কামিন্স দেশে ফিরে যাওয়ার কারণেই এই সুযোগ পান তিনি।
স্টিভেন স্মিথ-এর ছবিএটি একটি নতুন উইন্ডোয় খোলে

এবারও প্যাট কামিন্স না থাকাতেই স্মিথকে অধিনায়কত্বের দায়িত্ব নিতে হচ্ছে। কামিন্সের সঙ্গে মিচেল মার্শ, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউডও ছুটি পাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজ সফরে।

ওয়ানডেতে স্মিথের অভিজ্ঞতা ও নেতৃত্বের গুণাবলী বিবেচনা করেই তাকে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে। তিনি যদি ভালোভাবে নেতৃত্ব দিতে পারেন, তাহলে ভবিষ্যতেও নিয়মিত অধিনায়কত্বের দায়িত্ব পেতে পারেন।

স্টিভেন স্মিথের ওপেনিং দায়িত্ব

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে স্টিভেন স্মিথকেই ওপেনার হিসেবে দেখা যাবে। ক্যামেরন গ্রিনের জন্য জায়গা করে দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চার নাম্বার পজিশনে গ্রিনের উপরেই লম্বা সময়ের জন্য ভরসা রাখতে চায় অস্ট্রেলিয়ার নির্বাচকরা।

স্মিথ নিজেও চার নাম্বার পজিশন থেকে নিজেকে ওপেনার হিসেবে দেখতে আগ্রহী। তিনি মনে করেন, ওপেনার হিসেবে তার ব্যাটিংয়ে আরও বেশি স্বাধীনতা থাকবে।

স্মিথ ওপেনার হিসেবে কতটা ভালো করতে পারেন, সেটাই দেখার বিষয়। তবে, তার অভিজ্ঞতা ও ব্যাটিং দক্ষতা বিবেচনা করলে বলা যায়, তিনি ওপেনিংয়েও ভালো করতে পারবেন।

জাগো/এসআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ