ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ শহরে এক আওয়ামী লীগের কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে শহরের ঘোষপাড়া মোড়ে এ ঘটনা ঘটে। নিহত বরুণ ঘোষ (৪০) ওই এলাকার নরেন ঘোষের ছেলে। স্থানীয়রা জানান, আজ মঙ্গলবার সন্ধ্যায় শহরের ঘোষপাড়া মোড়ে অবস্থান করেন বরুণ ঘোষ। এ সময় আগ থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে কুপিয়ে আহত করে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কে বা কারা তাকে হত্যা করেছে তা জানা যায়নি। ধারণা করা হচ্ছে, পূর্ব বিরোধের জেরে তাকে হত্যা করা হতে পারে। ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুলতানা মেফতাহুল জান্নাত বলেন, ‘হাসপাতালে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছে।’
জাগো/জেএইচ

