ঢাকা-যশোরগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টা ৫ মিনিটে রাজধানীর গোপীবাগ, সায়দাবাদ এলাকায় এই ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, ট্রেনটিতে থাকা ৪টি বগিতে আগুন দেওয়া হয়। আগুন লাগার খবর পেয়ে খিলগাঁও ও পোস্তগোলা ফায়ার স্টেশনের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আরও দুটি ইউনিট যোগ দেয়। রাত ১১টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডে ৪ জন নিহত হয়েছেন। তাদের পরিচয় এখনো জানা যায়নি। এছাড়াও, অগ্নিকাণ্ডে অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। তবে, ধারণা করা হচ্ছে, রাজনৈতিক উদ্দেশ্যে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে।
এদিকে, আগুনের ঘটনায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ট্রেনের যাত্রীদের অন্য ট্রেনে উঠিয়ে নেওয়া হয়েছে।
অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সরকার ও বিরোধী দলগুলো। তারা দাবি করেছে, এই অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক।
জাগো/আরএইচএম

