যশোর-৫ (মনিরামপুর উপজেলা) আসনে ক্ষমতাসীন দলের প্রার্থী হয়েছেন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। তবে, নির্বাচনি মাঠ বলছে, এবার তিনি স্বতন্ত্রপ্রার্থী আওয়ামী লীগনেতা এস এম ইয়াকুব আলীর চ্যালেঞ্জের মুখে পড়বেন। এ আসনে প্রার্থী হওয়া জাতীয় পার্টির এম এম হালিম, তৃণমূল বিএনপির আবু নসর মোহাম্মদ মোস্তফা, ইসলামী ঐক্যজোটের হাফেজ মাওলানা নূরুল্লাহ আব্বাসী মূল প্রতিদ্বন্দ্বিতার বাইরে থাকবেন। এলাকার ভোটারদের মধ্যে তাদের পরিচিতিও তেমন একটা নেই।
যশোর-৫ মণিরামপুর আসনে মোট ভোটার সংখ্যা বেড়েছে ৩৭ হাজার ৮৮৯ জন। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৫৬ হাজার ৯৭৩ জন। এ আসনে পুরুষ ভোটার ১ লাখ ৭৯ হাজার ৪৪৮ ও নারী ভোটার ১ লাখ ৭৬ হাজার ৫২৩ জন। এই আসনে ভোট কেন্দ্রের সংখ্যা ১২৮ টি। এ আসনে পুরুষ ভোট কক্ষের সংখ্যা ৩৭৯ টি ও নারী ভোট কক্ষের সংখ্যা ৪১১ টি। এ আসনে মোট ভোট কক্ষের সংখ্যা ৭৯০ টি। এ আসনে প্রিজাইডিং অফিসার থাকবে ১২৮ জন ও সহকারি প্রিজাইডিং অফিসার থাকবে ৭৯০ জন। এছাড়াও এ আসনে ১৫৮০ জন পোলিং অফিসার থাকবে বলে জনিয়েছেন যশোর সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয়।
এই এলাকার ঘটনা বলছেন, যশোর-৫ আসনে মূল প্রতিদ্বন্দ্বীতা হবে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য ও স্বতন্ত্রপ্রার্থী আওয়ামী লীগনেতা এস এম ইয়াকুব আলীর মধ্যে। তৃণমূল আওয়ামী লীগের চাওয়া মনিরামপুরে তারা পরিবর্তন চাই।
জাগো/আরএইচএম

