সারাদেশের ন্যায় যশোরেও বছরের প্রথম দিন আনন্দ উচ্ছ্বাসে বই বিতারণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল থেকে জেলার প্রাথমিক, মাধ্যমিক ও মাদরাসার শিক্ষার্থীরা শীতের সকালে নতুন বইয়ের ঘ্রাণে মেতেছিলো উৎসবে। জেলায় মোট ১২৮৯ প্রাথমিক বিদ্যালয় ও ৫৩৪ মাধ্যমিক বিদ্যালয়ে এ বই বিতারণ উৎসব পালন করা হয়।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, যশোরে প্রাথমিকে বইয়ের চাহিদা ১৩ লাখ ৩৯ হাজার ৫৫১ টি। চাহিদার শতভাগ বই জেলায় এসেছে এবং সেগুলো শিক্ষার্থীদের মাঝে বিতারণ করা হয়েছে।
এদিকে জেলা শিক্ষা অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী মাধ্যমিক, দাখিল, এবতেদায়ী, এসএসসি ভোকেশনাল, দাখিল ভোকেশনালে বইয়ের চাহিদা ৩৮ লাখ ১০ হাজার ৪৫৪ টি।
এরমধ্যে ২৬ লাখ ৬৮ হাজার ৬৮৪ টি বই যশোরে পৌঁছেছে। প্রাপ্তির হার ৭০ শতাংশ। এই বই সব বিতারণ করা হয়েছে।
জাগো/এসআই

