মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে দেশটির অভিবাসন বিভাগ। গতকাল শনিবার (৩০ ডিসেম্বর) কুয়ালালামপুরের বাংসারের আবদুল্লাহ হুকুমের একটি অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে ২৫২ বাংলাদেশীসহ ৫৬৭ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে।
কুয়ালালামপুরের অভিবাসন বিভাগের পরিচালক সামসুল বদরীন মহসিন এক বিবৃতিতে জানান, বিদেশীদের গতিবিধি সম্পর্কে সপ্তাহব্যাপী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিবাসন বিভাগের ৮৫ জন কর্মকর্তা-কর্মচারী ১৪ তলা ভবনের ১২৫টি বাসায় পরিদর্শন করেন।
তিনি জানান, অভিযানে মোট ১ হাজার বিদেশীকে চেক করে ৫৬৭ জন অভিবাসীকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশী (২৫২), নেপাল (১৬৩), মিয়ানমার (৭৫), ইন্দোনেশিয়া (৭২), ফিলিপাইন (৪) ও ভারতের (১) নাগরিক রয়েছে।
সামসুল বলেন, আটককৃতদের অনেকেই সামাজিক ভিজিট পাস ব্যবহার করে দেশটিতে প্রবেশের পর ওই আবাসিক ভবনের আশপাশের এলাকায় কাজ করছেন। অভিযান চলাকালে একজন ব্যক্তি দ্বিতীয় তলা থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করেছিলেন।
অবৈধ অভিবাসীদের কাছে বাসা ভাড়া দেয়ার কারণে বাড়ির মালিকদের খুঁজে বের করার জন্য তদন্ত করা হচ্ছে বলেও তিনি জানান।
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে গত বছরের সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত ১ লাখেরও বেশি অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে।
জাগো/এসআই

