ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র সংগঠন হামাসকে নির্মূলে গাজা উপত্যকায় ৮১ দিন আগে ইসরায়েলি বাহিনী বর্বর হামলা শুরু করলেও তা সেখানেই থেমে থাকেনি। এই যুদ্ধে অন্তত ২১ হাজার বেসামরিক নিরস্ত্র ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। এ পরিস্থিতিতে যুদ্ধ বিরতির জন্য আন্তর্জাতিক চাপ বাড়লেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, সামনের দিনে হামাসের বিরুদ্ধে যুদ্ধ আরও জোরদার করা হবে। দীর্ঘায়িত হবে এ যুদ্ধ।
নেতানিয়াহু তাঁর দল লিকুদ পার্টির সদস্যদের উদ্দেশে জানান, গত সোমবার সকালে গাজায় গিয়েছিলেন তিনি। সেখানে ইসরায়েলের সামরিক অভিযান শেষ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। গাজায় বিমান হামলার মাত্রা ইসরায়েলের কমানো উচিত বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের মন্তব্যের কয়েক দিনের মাথায় নেতানিয়াহু এই মন্তব্য করলেন।
জাগো/এসআই

