সিলেট-১ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে মোমেন বলেছেন, বিএনপির বিষয়ে আমেরিকা চুপসে গেছে। কারণ, বিএনপি কোনো দল না, তারা সন্ত্রাসী। পৃথিবীর কোথাও সন্ত্রাসীদের স্থান নেই। আমেরিকা বিএনপিকে প্রমোট করলে তাদের বারোটা বাজবে।
রোববার (২৪ ডিসেম্বর) সকালে তিনি সিলেট নগরীতে নির্বাচনী প্রচারণা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেছেন।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা মানুষের ভোটের অধিকারে বিশ্বাস করে না। তাই তারা নির্বাচন বানচালের চেষ্টা করছে। বিএনপি বাস্তববাদী না। বাজে নেতৃত্বের কারণে দলটির এ অবস্থা বলে জানালেন পররাষ্ট্রমন্ত্রী।
জাগো/এসআই

