নিজের মাঠে ম্যাচের প্রথমার্ধে পিএসজি প্রতিপক্ষ মেটজের জালই খুঁজে পায়নি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে ভিতিনহার গোলে প্রথম এগিয়ে যায় পিএসজি। এরপর ৬০তম মিনিটে কিলিয়ান এমবাপে করেন দলের দ্বিতীয় এবং নিজের প্রথম গোল। এ গোল দিয়ে নিজের ২৫তম জন্মদিন উদযাপন করেন তিনি।
৭২তম মিনিটে মেটজের হয়ে একটি গোল পরিশোধ করেন ম্যাথিউ উদল। কিন্তু ৮৩তম মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের হয়ে তৃতীয় গোল করেন এমবাপে।
ম্যাচের একেবারে শেষ দিকে (ইনজুরি সময়ে, ৯০+২ মিনিটে) মাঠে নামেন কিলিয়ান এমবাপের ১৬ বছর বয়সী ছোটভাই ইথান এমবাপে। এ নিয়ে সিনিয়র দলে অভিষেক হলো কিলিয়ান এমবাপের ছোট ভাইয়ের।
ইথান এমবাপে মূলত খেলেন বাম পায়ের মিডফিল্ডে। তিনি যখন মাঠে নামেন, দুই ভাই একে অপরকে অভিনন্দন জানান। এ সময় গ্যালারিতে উপস্থিত ছিলেন তাদের গর্বিত বাবা-মা।
জাগো/এসআই

