পৌষের শুরুতেই চুয়াডাঙ্গায় তাপমাত্রা নেমে ১০ ডিগ্রিতে ঠেকেছে। কনকনে শীতে কাবু হয়ে পড়ছেন শ্রমজীবী মানুষ। আজ রোববার (১৭ ডিসেম্বর) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিল ৮৬ শতাংশ। ভোর ৬টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ৯৫ শতাংশ। চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র পর্যবেক্ষক রকিবুল হাসান আজকের আবহাওয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।
জাগো/এসআই

