আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় পার্টির সঙ্গে আসন সমঝোতা হলেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে । আজ রোববার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কাদের এ কথা বলেন।
আসন সমঝোতা হলে প্রতিদ্বন্দ্বিতা কীভাবে থাকবে—এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, স্বতন্ত্র প্রার্থী রয়েছে। নৌকা না থাকলেও স্বতন্ত্র প্রার্থী রয়েছে। প্রতিদ্বন্দ্বিতা হবে।
কাদের বলেন, জাপার সঙ্গে সমঝোতা আছে। কোনো রকম অশোভন পরিস্থিতি তৈরি হয়নি। শুধু আসন ভাগাভাগি নয়, রাজনৈতিক বিষয় নিয়ে আলাপ-আলোচনা করেছি। প্রার্থিতার বিষয়টি বিকেল ৪টার মধ্যে ঠিক হবে। আগাম কোনো ঘোষণা দিতে চাই না। কারণ কিছু রদবদল হতে পারে। আসন ছাড়ের বিষয়ে ধারণা আমরা জাপাকে দিয়েছি। তারা আমাদের কাছে বেশি চাইতেই পারে ৷ আমাদের তো সীমাবদ্ধতা আছে।
জাগো/এসআই

