ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ-৩ আসনের আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সালাহউদ্দিন মিয়াজীকে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে কারণ দর্শানো নির্দেশ দিয়েছেন মহেশপুর নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ রাজীব কুমার রায়। আগামী ১৭ ডিসেম্বর বেলা ১১টার মধ্যে অভিযুক্ত প্রার্থীকে স্বশরীরে হাজির হয়ে অথবা প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা দাখিলের নির্দেশ দেন।
নৌকা মার্কার প্রার্থী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সালাহউদ্দিন মিয়াজীর বিরুদ্ধে অভিযোগ গত ৬ ডিসেম্বর বেলা সাড়ে ১২টায় মহেশপুর মুক্তিযোদ্ধা নবনির্মিত কমপ্লেক্স ভবনে নৌকা প্রতীককে বিজয়ের লক্ষ্যে মতবিনিময় সভা, নৌকার প্রার্থী হিসেবে প্রভাব খাটিয়ে মহেশপুর পৌর এলাকায় নির্বাচনী প্রস্তুতিমূলক সভায় নৌকার প্রার্থীর উপস্থিতিতে মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাত বলেছেন, ‘মহেশপুর উপজেলায় ১১৭টি ভোট কেন্দ্রে আওয়ামী লীগ যেমন থাকবে তেমনি দুরমুজ বাহিনীও থাকবে। ১৯ তারিখ থেকে নতুন রুপে হবে আমাদের ভোটের রাজনীতির অগ্রযাত্রা। আমি সামরিক বাহিনীর ভাষায় বলতে চাই, গণতন্ত্রের ভাষাও থাকবে, দুরমুজ বাহিনীর ভাষাও থাকবে। আওয়ামী লীগ করলে নৌকার কথা বলতে হবে। আওয়ামী লীগ করলে নৌকায় ভোট দিবে হবে। আওয়ামী লীগ করবেন নৌকায় ভোট দিবেন না, তাদেরকে কীভাবে মুখ চেপে ধরতে হয়, প্রতিহত করতে হয় সেটা দেখিয়ে দেয়া হবে।’
স্বতন্ত্র প্রার্থী শফিকুল আজম খান চঞ্চলের পক্ষে তার ব্যক্তিগত সহকারী সুফল কুমার বিশ্বাসের এমন লিখিত অভিযোগের প্রেক্ষিতে ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে এ আদেশ দেন নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ রাজীব কুমার রায়।
জেবি/জেএইচ

