স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার মহেশপুর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় শাওনের এক বন্ধু নিহত হয়। অপর এক বন্ধু আহত হয়ে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত বন্ধুকে দেখতে শাওন যশোর থেকে মহেশপুরে ফিরছিলেন।
সোমবার (১১ ডিসেম্বর) রাত আটটার দিকে চৌগাছা উপজেলার হাজরাখানা এলাকায় বিচলি বোঝায় ট্রলির চাকায় পিষ্ট হয়ে শাওন মারা যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, শাওন মোটরসাইকেল দুর্ঘটনায় বন্ধু নিহত হওয়ার খবর শুনে হাসপাতালে আসেন। হাসপাতালের সামনে দিয়ে বিচলি বোঝায় ট্রলি যাচ্ছিল। ট্রলির চাকায় পিষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শাওনের মৃত্যুতে তার পরিবার ও বন্ধুবান্ধবরা গভীর শোক প্রকাশ করেছেন।
জাগো/আরএইচএম

