বেনাপোল বন্দর সূত্রে জানা গেছে, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এই পেঁয়াজ আমদানি করেছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) তিনটি ভারতীয় ট্রাকে করে পেঁয়াজ বেনাপোল বন্দরে প্রবেশ করে। ট্রাকগুলো বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে খালাসের অপেক্ষায় ছিল।
মেসার্স কনফিডেন্স ফ্রেড অ্যাসোসিয়েড সি অ্যান্ড এফ এজেন্টের প্রতিনিধি হালান শরীফ জানান, পণ্য আমদানির ডকুমেন্ট সোমবার সকালে পেয়েছি। বন্দর থেকে পণ্য ছাড় করতে কাস্টমসে ডকুমেন্টস জমা দেওয়া হয়। কাস্টমস ও বন্দরের কার্যক্রম শেষে সন্ধ্যায় বন্দর থেকে ছাড় করা হয়।
তিনি বলেন, “পেঁয়াজগুলো ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। টিসিবি দেশের বিভিন্ন বাজারে পেঁয়াজ বিক্রি করবে।”
পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার সম্প্রতি ভারত থেকে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নেয়। এরই অংশ হিসেবে বেনাপোল বন্দর দিয়ে প্রথম চালানটি খালাস হলো।
জাগো/আরএইচএম

