শব্দ থিয়েটার, যশোর আগামী ০৪ ডিসেম্বর ১ম বর্ষে পদার্পণ করতে চলেছে।
এ উপলক্ষে প্রতিষ্ঠানটি আগামীকাল ০৪/১২/২০২৩, বিকাল ০৫ টায়, রাসেল চত্ত্বর (চার খাম্বা মোড়) সংলগ্ন নিজস্ব কার্যালয়ে ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে নতুন নাটকের মহরত করতে চলেছে।
মহরত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব জনাব মহিউদ্দিন লালু। নাটকটির নাম “সক্রেটিস”। এটি রচনা করেছেন মাউদ জামান এবং নির্দেশনায় রয়েছেন অরুণ মজুমদার।

